ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার আইএএস এবং ভারতীয় বন বিভাগে আইএফএস এ মোট ৮৮৬ শূন্যপদে আবেদনের বিজ্ঞপ্তি জারি করেছে। আই এ এস -এ মোট শূন্যপদ: ৭৮৬ ও অই এফ এস-এ মোট শূন্যপদ: ৯০।
আবেদন শুরু: 12/02/2020
অনলাইনে আবেদনের শেষ তারিখ: 03/03/2020 সন্ধ্যা ৬টা পর্যন্ত
শেষ তারিখ বেতন পরীক্ষার ফি: 03/03/2020
প্রিলিমিনারি পরীক্ষার তারিখ: 31/05/2020
আবেদন ফি: সাধারন: ১০০ টাকা
এসসি, এসটি, শারিরীকভাবে অক্ষমদের কোনোরুপ ফি লাগবে না।
বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন-
Social Plugin