পেটলা নবীবকস উচ্চ বিদ‍্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দের উদ‍্যোগে গত বছর পুলওয়ামা হামলায় শহীদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধায় একটি মোমবাতি মিছিল সংঘটিত হয়। এদিনের এই শোক মিছিলে উপস্থিত ছিলেন পেটলা নবীবকস উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, ফারুক হক, কিশোর রায়, প্রাক্তন ছাত্র ছোটোন রায়, গোবিন্দ বর্মনসহ আরো অনেকে। সন্ধ‍্যা ৬টা নাগাদ ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরন করা হয় পেটলা নবীবকস উচ্চ বিদ‍্যালয়ের মূল দরজার সামনেই। এরপর, মোমবাতি মিছিল গোটা পেটলা বাজার পরিক্রমা করে।



প্রসঙ্গত, ২০১৯ এর ১৪ই ফেব্রুয়ারী সন্ত্রাসীদের বিস্ফোরক হামলায় কাশ্মীরের শহীদ হয় তরতাজা বহু প্রাণ। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে অবন্তীপুরের লেটোপারার কাছে একটি গাড়ি কনভয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। হামলার জেরে চুয়ান্ন নম্বর ব্যাটলিয়নের বাসটি উল্টে যায়। বহু জওয়ান শহীদ হয়। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে জওয়ানদের দেহাংশ, গাড়ির যন্ত্রাংশ।