আজ হয়ে গেলো মাধ‍্যমিক ২০২০ এর প্রথম ভাষার পরীক্ষা।, দিনহাটার উল্লেখযোগ‍্য বেশ কিছু স্থানে ট্রাফিক পুলিশের সাথে সাথে দেখা যায় SFI এর স্বেচ্ছাসেবকদের। পরীক্ষার প্রথম দিনেই যেন পরীক্ষার্থীদের যানজটে আটকে দুর্ভোগে না পড়তে হয় সে জন‍্যই এই উদ‍্যোগ। ট্রাফিক পুলিশের সাথে সাথে শহরের যানজট সৃষ্টি হতে পারে এমন জায়গা গুলোতে যানজট নিয়ন্ত্রণ করতে বড় ভূমিকা নেয় SFI এর স্বেচ্ছাসেবকরা। 

প্রসঙ্গত, মাধ‍্যমিক পরীক্ষার প্রথম দিনে অভিভাবক-অভিভাবিকা, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতির জেরে দিনহাটা শহরে যানজটে আটকে পড়তে হয় ও সমস‍্যার সম্মুখীন হতে হয় বহু পরীক্ষার্থীকে। গতকাল, যানজট নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখার আর্জি জানিয়ে SFI এর দিনহাটা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে দিনহাটা থানায় ডেপুটেশন দেয়।

মাধ‍্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে যানজট এড়াতে SFI এর এরুপ উদ‍্যোগকে সাধুবাদ জানাচ্ছে ও বাহবা দিচ্ছে বিশিষ্ট মহল।


আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন