SER-20, নিগমনগর, ১৮-ই ফেব্রুয়ারী, ২০২০:

নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের  প্রাক্তন ছাত্রছাত্রী  সংঘের  প্রচেষ্টায়  এবং নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  শ্রী  অনির্বান নাগ  মহাশয়ের  আন্তরিক  সহযোগিতায় শুরু হলো নিগমনগর উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের  বিপরীতে  বিদ্যালয়ের প্রাচীরে  " মানবিক দেওয়াল "।

সবাই এখানে তাঁদের  অব্যবহৃত  পোশাক  রেখে  যাবেন। আবার এখান থেকেই দুস্থ  নাগরিক  প্রয়োজন অনুযায়ী  নিঃসংকোচে কাপড় নিয়ে যাবেন।

সবার আন্তরিক  সহযোগিতা  কামনা  করেন নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের প্রাক্তন  ছাত্র ছাত্রী সঙ্ঘ।

দাতা এবং গ্রহীতার  মাঝে  মেলবন্ধনের  সামান্য দায়িত্বটুকু শুধু  পালন  করবে  এই মানবিক দেওয়াল।


ভেবে দেখুন আপনার এক কদম বহু মানুষের মুখে  হাসির  কারণ  হতে পারে। আশা  রাখতেই পারি  আপনারাও  এগিয়ে  আসছেন।



আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন