SER-10, ময়নাগুড়ি : গত ৩০ জানুয়ারি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের একদম শেষ সীমানা বরাবর এবং অপরদিকে কোচবিহার জেলার মেখলিগঞ্জের খেতাবেচার সংলগ্ন তারারবাড়ি এলাকায় মেখলিগঞ্জের এক যুবক ১৩ বছরের একটি নাবালিকা মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। 

ঘটনার পর অভিযুক্ত শাহানুর গাঁ ঢাকা দিলেও ৪দিন পরে মোবাইল ট্র‍্যাক করে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ। গতকাল সেই সাহানুর আলমের কঠোরতম শাস্তির দাবিতে প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে একটি র‍্যালি করা হয়।

জানা যায়, সুস্তিরহাট নিম্ন বুনিয়াদি প্রাথমিক স্কুলের মাঠ থেকে এই র‍্যালি শুরু করা হয় এবং পরে গোটা সুস্তিরহাট বাজার পরিক্রমা করা হয়। আজকের এই র‍্যালিতে প্রয়াস সাথী গ্রুপ ছাড়াও যোগদান করেন নাবালিকার ক্লাসমেট এবং তার স্কুলের বন্ধুরা।

প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহ সম্পাদক গৌতম বর্মন বলেন, ব্রহ্মপুরের তারার বাড়ির নাবালিকা মেয়ের ধর্ষণকারীর উপযুক্ত শাস্তির দাবিতে আজকে আমাদের প্রয়াসের পক্ষ থেকে একটি পথ র‍্যালির আয়োজন করি। নারীর সন্মানের শ্রীবৃদ্ধি এবং ন্যায় বিচারের লক্ষ্যে আজকের এই প্রতিবাদী মিছিল এবং এই মিছিলের মধ্য দিয়ে সাধারণ মানুষকে একত্রিত হয়ে এই সমস্ত পিশাচদের বিরুদ্ধে আওয়াজ তোলার বার্তা প্রদান করি ।