Latest News

6/recent/ticker-posts

Ad Code

NRC এর সাইট থেকে নাগরিক পঞ্জি উধাও!

pic source: the economic times

গত বছর ৩১ অগাস্ট নাগরিকপঞ্জীর চূড়ান্ত তথ্য দেওয়া হয় www.nrcassam.nic.in সাইটে। কিন্তু হঠাৎই তা ১৫ই ডিসেম্বর এনআরসির সাইট থেকে উধাও হয়ে য়ায়। এনিয়ে হইচই পড়ে যায় অসমে। বুধবার এনিয়ে আসরে নামল কেন্দ্র। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত সমস্যার কারণে তা আপাতত দেখা যাচ্ছে না। গোটা  সমস্যার দ্রুত সমাধান করা হচ্ছে। এনআরসির তথ্য নিরাপদেই রয়েছে। 

অসমে এনআরসির কোঅর্ডিনেটর হিতেশ দেবশর্মা জানান, ‘নাগরিকপঞ্জীর বিপুল তথ্য রাখার জন্য ক্লাউড সার্ভিস দিয়েছিল উইপ্রো। ওই পরিষেবা দেওয়ার জন্য কোম্পানির সঙ্গে চুক্তি ছিল গত বছর ১৯ অক্টোবর পর্যন্ত। কিন্ত সেই চুক্তি রিনিউ করেননি তত্কালীন এনআরসি কোঅর্ডিনেটর প্রতীক হাজেলা। তাই ১৫ ডিসেম্বর থেকে এনআরসির সাইট থেকে সেইসব তথ্য উবে যায়। গত ২৪ ডিসেম্বর আমি কাজে যোগ দিয়েছি।’ 

জানা গেছে, গত ৩০ জানুয়ারি এই সমস্যার সামধানে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনিয়ে উইপ্রোকে ফ্রেব্রয়ারির প্রথম সপ্তাহে চিঠিও লেখা হয়েছে। উইপ্রো ডেটা দেওয়া শুরু করলে তা আবার সাইটে দেখা যাবে। সেদিক থেকে নিশ্চিন্ত থাকতে পারে মানুষ। 

হঠাৎ সাইট থেকে নাগরিক পঞ্জি উধাও হয়ে যাওয়ার কারণে বহু মানুষ চিন্তিত ছিল। বিশিষ্ট মহলের একাংশ মনে করছে পুনরায় সাইটে দেখা গেলে আর কোনো চিন্তা থাকবে না মানুষের। 

Ad Code