Latest News

6/recent/ticker-posts

Ad Code

আন্তর্জাতিক রাজবংশী সাংস্কৃতিক মহাপরব ২০২০


অরবিন্দ শর্মা, দিনহাটাঃ    রাজবংশী সংস্কৃতির বিকাশ, চর্চা, সংরক্ষণ এবং প্রচারের উদ্দেশ্যে দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের পক্ষ থেকে দুই দিন ব্যাপী দিনহাটা সংহতি ময়দানে শুরু হলও "আন্তর্জাতিক রাজবংশী সাংস্কৃতিক মহাপরব ২০২০" । 

অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনগ্রসর শ্রেণী কল্যান দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। রাজবংশী সমাজের লোকদেবতা মাশান ঠাকুরের পূজার শুভ উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়। 
অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক উদয়ন গুহ, রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন প্রমূখ। 

পঞ্চানন অনুগামী মঞ্চের পক্ষ থেকে অধ্যাপক মহাদেব বর্মন জানান- " বিগত বছরের মতন এবছরেও দেশ এবং বিদেশির বহু শিল্পী রাজবংশী সংস্কৃতিকে তুলে ধরবে। রয়েছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।  আজ মাশান পূজা দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে।" 

বিস্তারিত দেখুন ভিডিওতে-




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code