Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোন দ্রব্যের দাম বৃদ্ধি পেল, আর কমলো - দেখে নিন একনজরে


অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে নিজের দ্বিতীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটে বেশ কিছু জিনিসের দাম সস্তা হতে চলেছে তেমনি কিছু জিনিসের দামও বৃদ্ধি পাচ্ছে।


দাম বাড়ল

সিগারেট
তামাকজাত দ্রব্য
পোর্সেলিন বা চিনামাটির বাসনপত্র
ক্লে আয়রন
ইস্পাত
তামা
ক্যাটালিটিক কনভার্টার
বাণিজ্যিক গাড়ির যন্ত্রাংশ



দাম কমল

নিউজপ্রিন্ট
হালকা কোটেড কাগজ
চিনি
কৃষিক্ষেত্রে ব্যবহৃত পশুদের থেকে পাওয়া পণ্য
টুনা মাছের চার
সর তোলা দুধ
মদ্যজাতীয় কিছু পানীয়
সয়া ফাইবার
সয়া প্রোটিন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code