কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাকবিভাগ। গ্রামীণ ডাক সেবক হিসাবে ২০২১টি শূন্যপদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা https://www.indiapost.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদনের শেষ দিন ১৮ মার্চ।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. আঞ্চলিক ভাষায় লিখতে, বলতে এবং পড়তে পারার দক্ষতা থাকা বাঞ্ছনীয়।
৩. যেকোনও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে অন্ততপক্ষে ৬০ দিনের কোর্সের সার্টিফিকেট থাকা প্রয়োজন।
৪. আবেদনকারীকে অবশ্যই সাইকেল চালানো জানতেই হবে।
আবেদনকারীর বয়সসীমা:
১৮ ফেব্রুয়ারি, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) প্রার্থীদের ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) প্রার্থীর ৩ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি:
https://www.indiapost.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। আগামী ১৮ মার্চের মধ্যে আবেদনই গ্রাহ্য করা হবে।
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
আবেদনের ফি:
এই শূন্যপদে আবেদনের জন্য ১০০ টাকা করে ফি জমা দিতে হবে। তবে মহিলা, তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) প্রার্থীদের আবেদনে ফি লাগবে না।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই আবেদনকারীদের মেধাতালিকা তৈরি করা হবে। তার ভিত্তিতেই ইন্টারভিউয়ের পরই হবে প্রার্থী নিয়োগ।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে বেতন হিসাবে ১০ হাজার থেকে ১৪ হাজার ৫০০ টাকা পাবেন।
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
Social Plugin