মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই শিক্ষামন্ত্রী পার্শ্বশিক্ষকদের দিল সুখবর 

বেতনবৃদ্ধির দাবিতে বিকাশ ভবনের সামনে দীর্ঘদিন ধরে অনশনরত রাজ্যের একগুচ্ছ পার্শ্বশিক্ষক, (Para-Teachers)। এই পরিস্থিতিতেই আগামী মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ২০২০। যার জন্য এবার প্যারা টিচার দের মাধ্যমিকে পরিদর্শক হিসাবে নিয়োগ করার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিল শিক্ষা দফতর। শনিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, পার্শ্বশিক্ষকদের দাবি মেনেই এই নির্দেশ দেওয়া হল। একইসঙ্গে তিনি এদিন পার্শ্বশিক্ষকদের কাছে আবারও আবেদন জানান, যারা রাস্তায় বসে আছেন তাঁরা দয়া করে স্কুলে সময় দিন। আপনাদের দাবিগুলি ধীরে ধীরে দেখা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের কথাটাও ভাবুন। শুধু নিজেদের কথা ভাবলে হবে।


আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


অন্যদিকে এদিন অতিথি শিক্ষকদের নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ১৮ ফেব্রুয়ারি থেকে অতিথি শিক্ষকদের ইন্টারভিউ শুরু হবে। যাদের ব্যাংক স্টেটমেন্টের স্ক্রুটিনি জমা দেওয়া আছে তাদের ও যাদের নেই দুই ধরনের আবেদনকারিকেই সময় দেওয়া হবে। কিন্তু যারা স্ক্রুটিনি প্রমান করতে পারবেন না তাঁদের জন্য কিছু করার নেই বলেও এদিন স্পষ্ট জানিয়েদেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের বেতন বৃদ্ধি নির্দেশিকা ১৪ তারিখ পাঠিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে যারা পেনশন পান তাঁদেরও বিধান ১৪ তারিখ পাঠিয়ে দেওয়া হয়েছ বলে জানান শিক্ষামন্ত্রী।

** সংবাদটি সংবাদ একলব্য সম্পাদনা করেনি, নিউজ ডেস্ক থেকে সরাসরি সংগৃহীত