Latest News

6/recent/ticker-posts

Ad Code

NRC, NPR ও CAA এর বিরুদ্ধে বড়শাকদল অঞ্চলে চলছে প্রচার।


NRC NPR ও CAA এর বিরুদ্ধে বড়শাকদল অঞ্চলে চলছে প্রচার। 


আজ সকালে বড়শাকদল অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খারিজাশাকদলে কেন্দ্রীয় সরকারের NRC, NPR ও CAA এর বিরুদ্ধে চলছে তৃনমূল কংগ্রেসের  প্রচার অভিযান। গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে লিফলেট বিতরন করে মানুষদের মধ্যে NRC CAA এবং NPR   বিরোধী জনমত গড়ে তোলাই এই অভিযানের উদ্দেশ্যে বলে তারা জানিয়েছেন। এই অভিযানে উপস্হিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। এবিষয়ে বড়শাকদল অঞ্চল তৃনমূল ইউনিট সভাপতি বাপ্পাদিত্য রায় জানান "যেভাবে কেন্দ্রীয় সরকার জনবিরোধী নীতি কায়েম করার চেষ্টা করছে, NRC, NPR ও CAA এর নামে বাঙালিদের বিরুদ্ধে চক্রান্ত করছে, তার বিরুদ্ধে আমরা জনমত তৈরি করছি। "

Ad Code