প্যান কার্ড-এ এমন ভুল করেননি তো ? ভুল করলেই গুনতে হবে ১০ হাজার টাকার মাসুল! দেখুন কি সেই ভুল।
প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার শেষ তারিখ আসন্ন প্রায়৷ আয়কর বিভাগের তরফে একাধিকবার প্যান ও আধার লিঙ্ক করার ডেডলাইন বাড়িয়ে দেওয়ার পরও ১৭ কোটি ব্যক্তি এমন রয়েছেন যারা এখনও পর্যন্ত প্যান ও আধার লিঙ্ক করেনি ৷ কোনও ব্যক্তি বা সংস্থার কাছে দুটি প্যান নম্বর থাকতে পারে না৷ যদি কোনও ব্যক্তির কাছে দুটি প্যান কার্ড থাকে তার বিরুদ্ধে তদন্ত করা হতে পারে ৷ অনেকেই জানেন যে একজনের একটার বেশি প্যান হতে পারে না৷ তবে অনেকে এটা জানেন না যে অধিক প্যান থাকে তাহলে সেটি সারেন্ডার কীভাবে করবেন? কোনও আইনি ঝামেলায় পড়ার আগে অতিরিক্ত প্যান নম্বর সারেন্ডার করা বেশি বুদ্ধিমানের কাজ৷ এই সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নিন বিস্তারিত ৷
কোনও ব্যক্তির কাছে একের বেশি প্যান নম্বর থাকলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী ১০ হাজার টাকার জরিমানা হতে পারে ৷ অতিরিক্ত প্যান কার্ড সারেন্ডার করার জন্য অনলাইন বা অফলাইন যে কোনও একটি পদ্ধতির মাধ্যমে আবেদন করা যেতে পারে ৷ এর জন্য NSDL এর ওয়েবসাইট বা অফিসে গিয়ে Request For New PAN Card Or/ And Changes Or Correction in PAN Data ক্লিক করুন৷ এই ফর্ম ফিল আপ করে জমা করুন ৷
এই ফর্মে যে প্যান নম্বর রাখতে চান সেটি উপরে দিতে হবে ৷ আর বাকি যে প্যান নম্বর বাতিল করতে চান সেগুলি আইটেম নম্বর ১১-ত ফিলআপ করুন৷ যে প্যান বাতিল করতে চান সেটির কপি ফর্মের সঙ্গে দিয়ে দিন ৷
কেউ যদি ডিম্যাট ও ইনকাম ট্যাক্সের জন্য দুটি আলাদা প্যান কার্ড তৈরি করে থাকেন তাহলে একটি প্যান সারেন্ডার করতেই হবে৷
Social Plugin