Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরের গুনী সুজন আব্দুল সামাদ

উত্তরের গুনী সুজন আব্দুল সামাদ 
শুভাশিস দাশ 

শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চাকে  বোধহয় কোন প্রতিবন্ধকতাই দাবিয়ে রাখতে পারেনা একজন প্রকৃত গুনী শিল্পীকে এই উদাহরণ অনায়াসেই টেনে নিয়ে বলতে পারি উত্তরের আজকের গুনী সুজন আব্দুল সামাদের ক্ষেত্রে । নানা প্রতিকূলতার মধ্যে থেকেও উঠে এসেছেন উত্তরের বিশিষ্ট গুনী জন আব্দুল সামাদ । 

কোন বিষয়ে আলোকপাত করবো ভেবে পাচ্ছি না । হাতের কাজ,  অভিনয় , নাট্যকার , কণ্ঠ শিল্পী ! 
সব দিকেই তাঁর অবাধ বিচরণ । তবে দর্শক তাঁর যে দিকটা বেশি পছন্দ করে সেটা তাঁর অভিনয় । একজন দক্ষ অভিনেতা আব্দুল সামাদ । 

তিনি শুধু উত্তরবঙ্গ নন , নাটক করেছেন পশ্চিমবঙ্গের অনেক স্থানে এবং প্রশংসা কুড়িয়েছেন । 
তাঁর পুরস্কারের ঝুলিতে রয়েছে অনেক পুরস্কার । 

আব্দুল সামাদ তাঁর শিল্প চর্চা নিয়ে অনেক দিন থাকুন আমাদের মাঝে এই শুভ কামনা রইলো । 

Ad Code