NRC,CAA এবং NPR এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূলের
SER-10, ময়নাগুড়ি, ১৩ ফেব্রুয়ারি : আজকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি ১ নং তৃণমূল কংগ্রেসের চূড়াভান্ডার অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে NRC,CAA এবং NPR এর বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল শুরু করা হয়।
আজ বিকেল ৪ টা নাগাদ মিছিলটি শুরু হয় চূড়াভান্ডার অঞ্চল থেকে এবং শেষ হয় হুসলুডাঙ্গা বাজারে।
আজকের এই NRC,CAA এবং NPR এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার অঞ্চল সহ ময়নাগুড়ি ব্লকের কয়েক হাজার তৃণমূল কর্মি সমর্থক যোগদান করেন।
এ'দিনের এই মিছিলে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী মহাশয়, ময়নাগুড়ির পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ঝুলন সান্যাল এবং পঞ্চায়েত সমিতির সদস্য মনোজ রায়, সহ প্রমুখরা ।
আজকের মিছিলের শ্লোগানে তাদের মুখে শুধু একটাই কথা NO NRC, NO CAA, NO NPR কেন্দ্র সরকারের এই কালা কানুন আমরা মানছিনা মানবোনা।
Social Plugin