![]() |
Pic source: 24ghanta |
ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করলেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে আধিকারিকদের কাছ থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের মডেল খুঁটিয়ে খুঁটিয়ে বুঝে নেন রেলমন্ত্রী। স্টেশন ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রাথমিক পর্যায়ে সল্টলেক সেক্টর ফাইভ থেকে করুণাময়ী পর্যন্ত চলবে ট্রেন। কাল থেকে শুরু হবে যাত্রী পরিষেবা।
কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল বলেন, "কলকাতা আসলে খুশি লাগে। বাবুল সারাক্ষণ কলকাতায় আসতে বলে। এখানকার রেল প্রকল্পগুলির জন্য। পশ্চিমবঙ্গে আসতে ভালো লাগে কারণ এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেশ।"
তিনি আরো বলেন, " সবথেকে বেশি যেসব প্রকল্পে বরাদ্দ হয়েছে, তার মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো অন্যতম। স্থানীয় সমর্থন পেলে দ্রুত কাজ করতে পারব। ২০০৯ এ কাজ শুরু হলেও রুট পরিবর্তনের দাবির জেরে ৩ বছর দেরির জন্য কাজের খরচ বেড়ে গেছে। "
রাজ্য সরকারের কাছে সহযোগিতার দাবি করেন রেলমন্ত্রী বলেন, "কিছু জায়গায় জমি সমস্যা আছে। কিছু জায়গায় রাজ্য সরকারের সাহায্য দরকার। আশা করব, সরকার সাহায্য করবে। ভালো সাহায্য পেলে বাকি মেট্রো প্রকল্পগুলি তাড়াতাড়ি শেষ করতে পারব।"
রাজ্য সরকারের সাথে সমস্যা মেটানোর জন্য বলেন বাবুলকে।
মেট্রো প্রকল্প দেখভালের দায়িত্ব বাবুল সুপ্রিয়কে অর্পণ করেন রেলমন্ত্রী ও ধন্যবাদ জ্ঞাপন করেন ভারতীয় রেলের সাথে থাকার জন্য।
রেলমন্ত্রী বলেন, "আরও বেশকিছু প্রকল্প পশ্চিমবঙ্গে আনতে চাই। কিন্তু আনতে পারিনি।" বর্তমান সরকার অনুমতি দেবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
বক্তব্য শেষে ফ্ল্যাগ নেড়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রার শুভ সূচনা করেন রেলমন্ত্রী পীযূষ গয়াল ও বাবুল সুপ্রিয়।
আমন্ত্রিত ছিলেন না রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর এর জেরেই রাজ্যের কোনো নেতা-মন্ত্রী উপস্থিত ছিলেন না এদিনের অনুষ্ঠানে। অনুষ্ঠান বয়কট করে রাজ্য। প্রসঙ্গে বাবুল সু্প্রিয় বলেন, "রাজ্যের কেউ থাকলে ভালো লাগত।"
Social Plugin