গিগা ফাইবারকে টেক্কা দিতে জানুয়ারী মাসে ভারত সঞ্চার নিগম লিমিটেড ভারতে এয়ার ফাইবার পরিষেবা লঞ্চ করেছে। কেবল অপারেটর এর সাথে যুক্ত হয়েছে বিএসএনএল। যার ফলে ঘরে ঘরে দ্রতুতম ইন্টারনেট পরিষেবার সাথে সাথে কলিং সুবিধা পাওয়া যাবে। যার নাম দেওয়া হয়েছে ‘ফাইবার টু দ্যা হোম(FTTH)’। 


ভারতীয় ফাইবার পরিষেবা FTTH এর একটি ওয়্যারলেস প্রযুক্তি। মূলত গ্রামীন এলাকাকে টার্গেট করে রেডিও রেসের মাধ্যমে কানেকশন করার ব্যবস্থা করা হয়েছে। আপাতত, তামিলনাড়ু, কর্ণাটক, হরিয়ানা ও তেলেঙ্গনা সার্কেলে এয়ার পরিষেবা প্ল্যান করেছে। এরজন্য দক্ষিণ দক্ষিণ এশিয়ার কন্টেন্ট প্রোভাইডিং প্ল্যাটফর্ম YUPP TV এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বিএসএনএল। খুব দ্রুত অন্য সার্কেল এই পরিষেবা নিয়ে আসতে চলেছে বিএসএনএল। কয়েকমাস আগে আনা ৯৯৯ টাকার প্ল্যান্টিতে ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশেষ অফার দিয়েছে, আরও বেশি বৈধতা পাওয়া যাচ্ছে এই প্ল্যানে।