SER-10,ময়নাগুড়ি, ৯ ফেব্রুয়ারি ২০২০: NRC,CAA এবং NPR এর বিরোধীতায় জনসংযোগ কর্মসূচী তৃণমূলের। 

আজ রবিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের ২০৭ নং বুথের মধ্য সাপ্টিবাড়ী এলাকায় NRC,CAA এবং NPR এর বিরোধীতায় জনসংযোগ কর্মসূচী করলো তৃণমূল কংগ্রেস।

আজকের এই জনসংযোগ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মধ্য সাপ্টিবাড়ী বুথের বুথ সভাপতি জাহিদুল ইসলাম এবং সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি বাপি আলম। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্য সাপ্টিবাড়ী বুথের তৃণমূল সমর্থকেরা।

সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি বাপি আলম বলেন, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো শ্রীমতি মমতা বন্ধোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের ২০৭নং বুথের মধ্য সাপ্টিবাড়ীতে জনসংযোগ কর্মসূচী শুরু করি। আমাদের এই জনসংযোগ কর্মসূচীর মধ্য দিয়ে কেন্দ্র সরকারের কালা কানুন NRC,CAA এবং NPR এর বিরুদ্ধে মধ্য সাপ্টিবাড়ী গ্রামের প্রত্যেকটি বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা প্রদান করি। এবং কেন্দ্র সরকারের এই কালা কানুন যতদিন বন্ধো না হয় ততোদিন আমাদের এইরকম কর্মসূচী চলছেই চলবে।