pic source: news18


     প্রথমবারের জন্য বিশ্বকাপ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। সেইসাথে এই প্রথম ICC এর কোনও টুর্নামেন্টও জিতে নিল তারা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ। ৪৩ রানে অপরাজিত থেকে বাংলাদেশ অধিনায়ক আকবর  আলী ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

    টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। ভারত ৪৭.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে। যশস্বী জয়সওয়াল ৮৮(১২১) এবং তিলক ভার্মা ৩৮(৬৫) রান করেন। এছাড়া উইকেটরক্ষক ধ্রুব জুড়েল এর ২২(৩৮) রান ছাড়া আর কারো দুই অংকের রান নেই। জবাবে ব্যাট করতে নেমে বোলার রবি  বিষ্ণোই এর বোলিং এ কিছুটা চাপে গেলেও ওপেনার পারভেজ ইমন ৪৭(৭৯) এবং অধিনায়ক আকবর আলির অপরাজিত ইনিংসে ভর করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।