সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশজুড়ে রাজনৈতিক ও অরাজনৈতিক দল গুলি দিকে দিকে বিক্ষোভ, সমাবেশ মিছিল সংঘটিত হচ্ছে। বারে বারে এন আর সি, এন পি আর, সি এ এ এর বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেছে রাজ‍্যের মূখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়কে। 

এদিন, দিনহাটা মহাবিদ‍্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এন আর সি, এন পি আর, সি এ এ এর প্রতিবাদে ছাত্র ছাত্রীদের নিয়ে একটি মিছিল সংঘটিত হয়। এরপর, এই মিছিল দিনহাটা মহকুমা শাসকের করণে পৌঁছায়। মহকুমা শাসকের করণের সামনে বেশ কিছুক্ষন ধরেই শ্লোগান চলে "নো এন আর সি", "নো এন পি আর", "নো সি এ এ"। এদিনের এই কর্মসূচীতে কয়েকশো ছাত্র ছাত্রী অংশগ্রহন করে। তাদের কথায়, কেন্দ্র সরকার প্রবর্তিত এই কালা কানুন দ্রুত নিস্পত্তি না করা হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুমকিও দেয়।

উপস্থিত এক ছাত্র জানায়, প্রধানত রাজনীতি করি না। কিন্তু যখন আপামর জনগন দেশবাসীর স্থায়িত্ব নিয়ে টানাটানি তখন এই কালা কানুনের বিরুদ্ধে মুখ খুলতেই হয়।