Latest News

6/recent/ticker-posts

Ad Code

মোটরবাইক চুরি করে পালানোর চেষ্টা! জনতার হাতে গণধোলাই খেল এক যুবক





রবীন মজুমদার:  ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকে। গতকাল থেকে শুরু হয়েছে পাথর প্রতিমা কাপ ২০২০। পাথর প্রতিমা মহাবিদ্যালয়ের মাঠে গতকাল খেলায় প্রায় 10 হাজারের উপরে দর্শক উপস্থিত হয় খেলা দেখার জন্য। সেই সুযোগে একটি যুবক মোটরসাইকেল নিয়ে চালিয়ে পালিয়ে যাবার সময় হাতে অনেক গুলি মোটর সাইকেলের চাবি দেখে দর্শকদের সন্দেহ হয় সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে যার মোটরসাইকেল সে কিছুটা দূরেই ছিল। চিৎকার-চেঁচামেচিতে ছুটে এসে শনাক্ত করে তার মোটরসাইকেল। চলে গণধোলাই, আশে পাশেই ছিল পাথর প্রতিমা থানার পুলিশ, জনতার গণধোলাই এর হাত থেকে বাঁচিয়ে স্থানীয় মাধবনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পুলিশি পাহারায় চলে চিকিৎসা। সুস্থ হলেই তাকে কাকদ্বীপ কোর্টে তোলা হবে বলে জানা গিয়েছে। ছেলেটি অসুস্থ থাকায় তার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।



Ad Code