একদিন ভোরে শরীরচর্চা করার সময় শল্যজিৎ-এর সঙ্গে পরিচয় হয় সৌম্যর। দুজনের মধ্যে যখন বন্ধুত্ব জমে উঠেছে ঠিক তখনই খুন হয় সৌম্য। ময়না তদন্তে জানা যায় বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তার। বন্ধুর মৃত্যুরহস্য তদন্তের দায়িত্ব নেয় গোয়েন্দা শল্যজিৎ। কাহিনীতে আসে এক নতুন মোড়। শল্যজিৎ কি পারবে সৌম্যর হত্যাকারীকে খুঁজে বার করতে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আসছে পরিচালক তুহিন সিনহা ও রাহুল এর ছবি ‘এবার শল্যজিৎ’। সম্প্রতি মুক্তি পাবে এই ছবি। এবার শল্যজিৎ’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাধবী মুখোপাধ্যায়, সুব্রত বন্দ্যোপাধ্যায় ও সঞ্জয় সিনহা। এছাড়াও থাকছেন সবিতা রায়, দিব্যেন্দু শেখর দাসের মত শিল্পীরা।

এই নতুন গোয়েন্দা ছবির সব থেকে বড় চমক আবার ও মুখ্য চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায় এর অভিনয়।

ছবির সঙ্গীত সামলেছেন নির্ভীক গোস্বামী। কলকাতা ছাড়াও উত্তরবঙ্গ ও সিকিমে হয়েছে ‘এবার শল্যজিৎ’-এর শ্যুটিং।