ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে 'জাতীয় বিজ্ঞান দিবস' পালিত হলো


ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে 'জাতীয় বিজ্ঞান দিবস' পালিত হলো

আজ ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে 'জাতীয় বিজ্ঞান দিবস' উপলক্ষে দেশের বিভিন্নপ্রান্তে বিজ্ঞান মনষ্কতা ও সচেতনতা গড়ে তোলার লক্ষে সেমিনার, আলোচনা সভা, ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞানী, অধ্যাপক, স্কুল শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গরা। সংস্থার সদস্যদের দ্বারা আয়োজিত সভায় ছাত্র-ছাত্রীরা স্বতস্ফূর্তভাবে অংশ নেয়।


আজকের দিনেই বিজ্ঞানী চন্দ্র শেখর ভেঙ্কট রমন ১৯২৮ সালে তার বিখ্যাত "রমন ক্রিয়া" আবিষ্কার করেন। পরবর্তীকালে ১৯৩০ সালে তার এই আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরষ্কার পান। ১৯৮৬ সালে NCSTC ভারত সরকারের কাছে আবেদন জানায় এই দিনটিকে "জাতীয় বিজ্ঞান দিবস" উপলক্ষে পালনের জন্য। এরপর ১৯৮৭ সালে দিনটিকে 'জাতীয় বিজ্ঞান দিবসের' স্বীকৃতি দেয় ভারত সরকার। আজ সেই দিনটিকে উদযাপনের মাধ্যমে দেশজুড়ে বিজ্ঞানের দ্বারা অন্ধ কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানায় ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির সদস্যরা।