SER20:
আজ ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন-এর রামন এফেক্ট আবিষ্কার এই দিনেই। দিনটিকে স্মরণীয় করে রাখতেই জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এবছর জাতীয় বিজ্ঞান দিবসের থিম 'উওম্যান ইন সায়েন্স'। বিজ্ঞানের ক্ষেত্রে মহিলাদের ভূমিকা ঠিক কী, তাই এবছরের আলোচ্য।
এই থিমকে সামনে রেখেই আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বড়শাকদল নিগমনগর বিজ্ঞান সভা নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে জাতীয় বিজ্ঞান দিবস পালন করলো ।
বিজ্ঞানের ক্ষেত্রে মেয়েদের ভূমিকা আলোচনার সাথে সাথে বিভিন্ন কুসংস্কার আজও কীভাবে সমাজে ছড়িয়ে আছে সে সম্পর্কেও সচেতনতামূলক আলোচনা করা হয় মঞ্চের পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান কর্মী অসিত চক্রবর্ত, দীপক পাল, প্রদীপ বর্মন , স্বপন বর্মন নিটন কুমার রায়, সৌরভ সাহা , বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনির্বান নাগ এবং সহ শিক্ষক শিক্ষিকারা।
Social Plugin