সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ী অঞ্চলের মুন্সীরহাটে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মুন্সীর হাট সাদেকিয়া হাই মাদ্রাসা। বিগত দিনে মাধ‍্যমিকে নজর কাড়া সাফল‍্যে বেশ কয়েকবার খবরের কাগজে উঠে এসেছিল সুপ্রাচীন এই বিদ‍্যালয়। গ্রামের মনোরম পরিবেশে এই বিদ‍্যালয়ের পরিবেশ অপূর্ব। ১লা ফেব্রুয়ারী মাদ্রাসার সুবর্ন জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয় বিদ‍্যালয় প্রাঙ্গনে। এদিনের এই অনুষ্ঠানে ইসলামিক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে সকল ছাত্র ছাত্রী। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, জেলা পরিষদের কর্মদ‍্যক্ষ নুর আলম, মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, দিনহাটার থানার আইসি সঞ্জয় দত্ত প্রমুখ। 


সুবর্ন জয়ন্তী উৎসবে বিদ‍্যালয়ের তরফ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও, গরীব দুঃস্থ মানুষদের শীতের হাত থেকে রক্ষার জন‍্য বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। উপস্থিত অতিথিগন সেইসকল উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছেন। 


১লা ফেব্রুয়ারী সুবর্নজয়ন্তী অনুষ্ঠানের সাথেই ২রা ও ৩রা ফেব্রুয়ারী দুদিন ব‍্যাপী বার্ষিক মিলাদ-উন-নবী অনুষ্ঠানের অয়োজন করা হয়। গজল পাঠ, কেরাত পাঠ, সমাজ সচেতনামূলক নাটকে দর্শকদের আনন্দিত দেয় সর্বমোট তিনদিন ব‍্যাপী। সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত প্রাক্তন মন্ত্রী ডা. মহম্মদ ফজলে হক মহাশয় উপস্থিত হতে না পারায় মিলাদ-উন-নবী অনুষ্ঠানে হাজির হন তিনি। এদিন তাঁর উপস্থিতিতে অনুষ্ঠান অন‍্য মাত্রায় পৌঁছায়। 

মুন্সীরহাট মাইনোরিটি বয়েজ হস্টেলের সুপার ইন্টেন্ডেড, মানু মিয়া বলেন, "বিদ‍্যালয়ের প্রাক্তন ছাত্র ও হস্টেলে কর্মরত হয়ে সুবর্নজয়ন্তীতে উপস্থিত থাকতে পেরে খুব খুশি। সুবর্ন জয়ন্তী উপলক্ষ‍্যে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ সত‍্যিই একটি মহান উদ‍্যোগ, যা এলাকার সকলের, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলের সহযোগিত ছাড়া অসম্ভব।" টানা তিনদিনের এই অনুষ্ঠানকে ঘিরে ছাত্র ছাত্রী, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ ও এলাকার মানুষজনের মধ‍্যে বেশ উন্মাদনা দেখা যায়। চারিদিক উৎসব উৎসব পরিবেশে মুখরিত।