পুজোর আগে আদালতের নির্দেশে আপার প্রাইমারির মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। আর এর পর থেকে মেধাতালিকাতে অনিয়ম করা হয়েছে বলে একের পর এক অভিযোগ জমা-পড়ে। এই নিয়ে আদালতে শুরু হয় শুনানি।

আজ ছিল আপার প্ৰাইমারী শিক্ষক নিয়োগ মামলার গুরুত্বপূর্ণ শুনানি।  আজ দীর্ঘক্ষণ ধরে আপারের শুনানি চলে।  দুই পক্ষের কথা শুনে আবার পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করে উচ্চ আদালত। আগামী 11 ই ফেব্রুয়ারি মামলাটি কোর্টে শুনানির জন্য উঠবে।