মাথাভাঙা মহকুমার তিনটি ব্লকে ভাওয়াইয়া প্রতিযোগিতা শুরু হলো বৃহস্পতিবার। শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নলঙ্গীবাড়ি খেলার মাঠে মাথাভাঙা ১নং ব্লকের ভাওয়াইয়া প্রতিযোগিতার সূচনা করেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিতেন বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন, মাথাভাঙ্গা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন, সহ-সভাপতি মজিরুল হোসেন, বিডিও সম্বল ঝা, শিক্ষা কর্মাধ্যক্ষ কনিকা বর্মন প্রমুখ।

ব্লক স্তরের এই প্রতিযোগিতায় চটকা, দরিয়া বিভাগে বিজয়ীরা সরাসরি রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এছাড়াও, শীতলকুচি ব্লকেও এদিন এই প্রতিযোগিতা আরম্ভ হয়। 

আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত রাজ্য ভাওয়াইয়া সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কোচবিহারের বানেশ্বরে।