![]() |
Pic source: zeenews |
ইট মারলে পাটকেল খেতে হবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল। কিন্তু আমন্ত্রন জানানো মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। এনিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি স্মরন করালেন, ২০০৯ সালে টালিগঞ্জ-গড়িয়াবাজার মেট্রো সম্প্রসারণের সূচনায় বুদ্ধদেব ভট্টাচার্যকে আমন্ত্রণ করা হয়নি।
রাজ্যপালকে নিয়ে শিক্ষামন্ত্রীর কটাক্ষের জবাবে বৃহস্পতিবার দিলীপ ঘোষ বলেন,''কান্নাকাটি পার্থবাবুরা করছেন। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়নি বলে কেঁদে ভাসিয়ে দিচ্ছেন। যার অধিকার আছে তাকে ডাকা হচ্ছে না অথচ বুদ্ধদেববাবুকে কোনওদিন ডাকা হয়নি। এই দ্বিচারিতা কেন? আপনার বেলায় এক, বাকিদের আলাদা কেন? ওনাকে মেট্রো রেলের অনুষ্ঠানে কেন ডাকা হবে? সেখানে ঢুকতে চাইছেন কেন? ওনার অবাধ গতি হবে বাকি ঢুকতে দেওয়া হবে না।''
দিলীপবাবু আরও বলেন,''তৃণমূল যেটা করছে, সেটা অসৌজন্যের রাজনীতি। এই রাজনীতি জননী মমতা। উনি ইট মারলে পাটকেল তো খেতে হবে। গতকাল থেকে রেলের লোকেরা ধরার চেষ্টা করছে। উনি আমন্ত্রণ নেবেনও না আবার অভিযোগও করবেন।''
এদিন মেট্রোর উদ্বোধনে উপস্থিত ছিলেন না রাজ্যের কোনো প্রতিনিধি। এমনকি উপস্থিত ছিলেন না কোনো নেতাও।
Social Plugin