মঙ্গলবার থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা । বুধবার ইংরেজি ভাষার পরীক্ষা। স্বাভাবিকভাবেই কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানানো হয় প্রশাসনের তরফে।

গতকাল পরীক্ষা শুরুর আগে ভবানীপুর গার্লস স্কুলে হঠাৎই উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সমস্ত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন তিনি। সব রকম পরিস্থিতিতে প্রশাসন পাশে থাকবে, অভিভাবকদের এমন আশ্বাস দিয়েই স্কুল ছাড়েন তিনি। 

এদিন মুখ্যমন্ত্রী জানান- " জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে বেলতলা গার্লস স্কুল এবং ভবানীপুর গার্লস স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলাম। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করি। তাদের সাফল্যে গৌরবান্বিত হোক বাংলা। সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা।"

কলকাতা এবং রাজ্যের প্রত্যেকটি জেলার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, মাধ্যমিক কেন্দ্র তো বটেই তার আশেপাশের অঞ্চলেও উচ্চস্বরে মাইক বা লাউড স্পিকার বাজানো যাবে না। এই সংক্রান্ত কোনও অভিযোগ হোয়াটস অ্যাপ করে জানানো যাবে। অভিযোগ এলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। 

পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে কড়া। শিক্ষকরাও কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। পরীক্ষার্থীদের স্মার্ট ওয়াচ পরাও নিষেধ। জেলার কয়েকটি স্কুলে মেটাল ডিটেক্টর বসানোর খবরও পাওয়া গেছে।