বুধবার শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের নতুন চেয়ারম্যান সুপ্রকাশ রায় দায়িত্বভার গ্রহণ করলেন। আর দায়িত্ব নিয়েই তিনি জানান, প্রাথমিক স্কুলগুলিতে শীঘ্রই জনপ্রিয় করে তোলা হবে শৈশবের খেলাগুলো। হাডুডু, কবাডি, ডাংগুলি, পিটুর মতো খেলাগুলোকে জুড়ে দেওয়া হবে প্রতিটি স্কুলে। শৈশবের এই খেলাগুলোর মজাই আলাদা এবং এসবের মাধ্যমেই একটি শিশুর বিকাশ সম্পূর্ণ হবে বলেই তিনি মনে করেন।

        ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তা চালু হয়েছে। এবারে আলাদা গুরুত্ব দেওয়া হবে এখানেও। শিলিগুড়ি শিক্ষা জেলায় আরো উন্নত পঠন পাঠন ব্যবস্থায় জোর দেবেন। বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীদের সঙ্গে নিয়ে আলোচনা করে এগোবেন। শিক্ষার মানোন্নয়নে আগামী ১৫-২০ দিনের মধ্যে নয়া প্ল্যান তৈরী করা হবে। সকলকে সঙ্গে নিয়ে একটি টিম তৈরী করেই এগোবেন নতুন চেয়ারম্যান। তিনি আরো জানান, শুধু পাঠ্য বইয়ের মধ্যে শিশুদের বন্দী না রেখে খেলাধুলোতেও জোর দেওয়াই তাঁর লক্ষ্য।
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222