গতবারের থেকে শিক্ষা নিয়ে প্রথম থেকেই নড়েচড়ে বসেছিল পর্ষদ। জারি হয়েছিল কড়া নিয়ম। কিন্তু তারপরেও, প্রথম ভাষার প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় চাপে পর্ষদ।

এবার আরও কড়া পদক্ষেপ গ্রহন করল পর্ষদ। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, কোনও পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে FIR করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করলে পরীক্ষা বাতিল করা হবে। 

এমনকি শিক্ষাকর্মীদের জন‍্যও কড়া নির্দেশিকা জারি হয়েছে। নির্দেশ অমান‍্য করলে শাস্তিমূলক ব‍্যবস্থা গ্রহনের কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছে পর্ষদ। 

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK

আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK

যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com

বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222