আইপিএল 2020 এর জন্য নতুন লোগো প্রকাশ্যে আনল টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুক্রবার নতুন লোগো প্রকাশ করে ওই ফ্র্যাঞ্চাইজি ট্যুইট করেছে, "THIS IS IT. The moment you've been waiting for. New Decade, New RCB, New Logo! #PlayBold"
2008 থেকে 2019 পর্যন্ত একবারও আইপিএল খেতাব জিততে পারেনি কোহলির আরসিবি। তাই একদম নতুন ভাবে 2020 এর মরশুম শুরু করতে চাইছে তারা। সোশ্যাল মিডিয়া থেকে ইতিমধ্যেই পুরনো ডিসপ্লে, কভার ফটো সরিয়ে দিয়েছে। কিছুটা পরিবর্তন করা হয়েছে ফ্র্যাঞ্চাইজির নামেও।
সবাই প্রতীক্ষায়, এই পরিবর্তন কোহলির আরসিবির আইপিএল ভাগ্যে কোনো পরিবর্তন আনতে পারে কিনা।
Social Plugin