![]() |
Pic source: twitter |
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল সারা দেশ। প্রায় সকল রাজনৈতিক দল প্রকাশ্যে এর বিরুদ্ধে পিছপা হয়নি। রাজনৈতিক দল্গুলির সাথে সাথেও অরাজনৈতিক ফোরামও সৃষ্টি হয়েছে এই আইনের বিরোধিতায়।
নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি ও এনপিআর বিরোধিতায় আবারও পথে নামল মুম্বাইয়ের মানুষ। মুম্বাইয়ের ঐতিহাসিক আজাদ ময়দানে হাজার হাজার মানুষের জমায়েত হয়। মহামোর্চা নামের একটি সংগঠন এই প্রতিবাদীর জমায়েতের আয়োজন করে। এদিনের এই জমায়েতে দিকে দিকে নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি ও এনপিআর বিরোধিতায় স্লোগান ওঠে। সাথে সাথে উর্দু কবি ফইয়াজ আহমেদের ‘হাম দেখেঙ্গে’ কবিতার স্লোগানও তুলেছেন তাঁরা। এছাড়াও, হাতে পতাকা নিয়ে মোদি-শাহ সে আজাদি, এনপিআর- এনআরসি সে আজাদি স্লোগান তোলেন তাঁরা। চলতি সংসদেই নাগরিকত্ব আইন বাতিল করার দাবিও তোলেন, সংকল্প নেন এন আর সি। এন পি আর এর স্বার্থে কোনোরুপ নথি তাঁরা দেখাবেন না।
![]() |
Pic Source: twitter |
এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত, সমাজকর্মী তিস্তা সেতেলবাদ ও সংগঠনের আহ্বায়ক অবসারপ্রাপ্ত বিচারপতি কোলসে পাটিল। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Social Plugin