মধ্যবিত্তের হেঁশেলে ফের আগুন। ভরতুকিবিহীন রান্নার গ্যাস সিলিন্ডার এর দাম বাড়ল।

ডিসেম্বরের শুরুতেই দাম বেড়েছিল, এবার এক ধাক্কায় ১৪৯ টাকা বাড়ল ভরতুকিবিহীন সিলিন্ডারের দাম। 

আজ থেকে কার্যকর হবে নতুন দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। প্রতি মাসে গ্যাসের দাম নির্ধারণ করা হয়। যার ফলে বদলে যায় ভরতুকির পরিমাণও। গত এক মাসে এক বারও রান্নার গ্যাসের দাম বাড়ায়নি সরকার।

কেন্দ্রের মোদি সরকার বছরে ১৪.২ কেজি ওজনের বারোটি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভরতুকি দেয়। ভরতুকিহীন দামে গ্যাস সিলিন্ডার কেনেন গ্রাহক। তবে পরে ভরতুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। তবে বারোটির বেশি সিলিন্ডারের প্রয়োজন হলে আর কোনও ভরতুকি পান না গ্রাহকেরা। এবার সেই ভরতুকিহীন রান্নার গ্যাসের দামই বেড়ে গেল।সবজি, মাছ, মাংসের দাম বাড়ছে হু হু করে বাড়ছে। ঊর্ধ্বমুখী দামের জেরে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। এই পরিস্থিতির মাঝে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম।