Photo Credit: Weibio

23 ফেব্রুয়ারি Snapdragon 865 চিপসেট সহ বার্সেলোনায় লঞ্চ হবে Mi 10। এই প্রথম Snapdragon 865 চিপসেট সহ কোন স্মার্টফোন বাণিজ্যিকভাবে লঞ্চ হবে। এই অনুষ্ঠানের পরদিন, 24 ফেব্রুয়ারি বার্সেলোনায় MWC 2020 -র মঞ্চ থেকে লঞ্চ হতে চলেছে Realme X50 Pro 5G। এই ফোনেও থাকবে Qualcomm -এর ফ্ল্যাগশিপ Snapdragon 865 চিপসেট। জানুয়ারিতে চিনে লঞ্চ হয়েছিল Realme X50 5G। সেই ফোনে Snapdragon 765 চিপসেট ব্যবহার হয়েছিল। এবার Xiaomi-কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে Snapdragon 865 সহ বাজারে আসছে Realme X50 Pro 5G।

সোমবার Realme X50 Pro 5G-এর টিজার সামনে এসেছে। ছবিতে পাশ থেকে এই ফোন দেখা গিয়েছে। এই ফোনে ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। Realme X50 5G -তেও ডুয়াল সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছিল।


Realme X50 Pro 5G স্পেসিফিকেশন

টিজার প্রকাশের সঙ্গেই Realme X50 Pro 5G -এর একাধিক স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছেন কোম্পানির প্রধান শু শি। একটি স্ক্রিনশট থেকে জানা গিয়েছে এই ফোনে Snapdragon 865 চিপসেট থাকবে। সঙ্গে থাকবে 12GB LPDDR5 RAM, 256GB UFS 3.0 স্টোরেজ ও Android 10।


একই স্ক্রিনশট থেকে জানা গিয়েছে RMX2071 মডেল নম্বরে লঞ্চ হবে Realme X50 Pro 5G। সম্প্রতি AnTuTu বেঞ্চমার্কিংয়ে এই ফোনের পরীক্ষার ফলাফল সামনে এসেছিল। সেখানে প্রায় সব ফোনকে পিছনে ফেলে 574,985 স্কোর করেছে Realme X50 Pro 5G।


একই স্ক্রিনশট থেকে জানা গিয়েছে RMX2071 মডেল নম্বরে লঞ্চ হবে Realme X50 Pro 5G। সম্প্রতি AnTuTu বেঞ্চমার্কিংয়ে এই ফোনের পরীক্ষার ফলাফল সামনে এসেছিল। সেখানে প্রায় সব ফোনকে পিছনে ফেলে 574,985 স্কোর করেছে Realme X50 Pro 5G।


*** সংবাদটি সংবাদ একলব্য সম্পাদনা করেনি, NDTV থেকে সরারসরি সংগৃহীত