ভারত সরকারের পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রণালয়ের উদ্যোগে গত ১৭ ডিসেম্বর কলকাতায় ‘পেট্রোলিয়াম সংরক্ষণ’ বিষয়ের ওপর প্রবন্ধ লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গোটা রাজ‍্যের মোট ১০জন এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। 

জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় সাফল‍্য অর্জন করে অঞ্জন রায়। অঞ্জন দেওয়ানগঞ্জ উচ্চ বিদ‍্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এই প্রতিযোগিতায় অঞ্জন দ্বিতীয় স্থান লাভ করে। ভারত সরকারের পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রণালয় এর পক্ষ থেকে পুরস্কৃত করা হয় অঞ্জনকে। গত শুক্রবার দেওয়ানগঞ্জ উচ্চ বিদ‍্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে অঞ্জনকে পুরস্কৃত করা হয়। এদিন তাঁর হাতে শংসাপত্র ও কুড়ি হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও, পেট্রোলিয়াম কনসার্ভেশন ও প্রিজার্ভেশন এসোসিয়েশনের এডিশনাল ডিরেক্টর নারায়ণ নস্কর তাঁর হাতে একটি ল্যাপটপ ও ট্রফি তুলে দেন। 

তাঁর সাফল্যে খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেন্দু প্রামাণিক, অন্যান‍্য শিক্ষক-শিক্ষিকারা ও ছাত্রছাত্রীরা । বিভিন্ন মহল জাতীয় এই প্রবন্ধ প্রতিযোগিতার উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছে।