Latest News

6/recent/ticker-posts

Ad Code

উচ্চমাধ্যমিক ২০২০ ইতিহাস



সামনেই কড়া নাড়ছে 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা । তাই ইতিহাস বিষয়ের ছাএ ছাত্রীদের জন্য একটি Descriptive Type এর প্রশ্ন সেট দেওয়া হল। আশা করি পরীক্ষা প্রস্তুতিতে ছাত্রছাত্রীদের অনেক উপকারে লাগবে এই সাজেশন টি।

History ( New Syllabus)
1) জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো।

2)মিথ( পুরাকাহিনী) ও লিজেন্ড( কিংবদন্তি) বলতে কি বোঝ? অতীত বিষয়ে মানুষের ধারনাকে এরা কীভাবে রুপদান করে?

3) উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ব আলোচনা করো।

4) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর আমলে ভারতের ভূমিরাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।

5) আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও।

6) ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও।

7) মন্টেগু চেমস্ ফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্য গুলি লেখো।এই আইনের ত্রুটি গুলি আলোচনা করো।

8) রাওলাট আইনে কি বলা হয়েছিল ? এই আইন সম্পর্কে ভারতীয়দের কিরুপ প্রতিক্রিয়া হয়েছিল?

9) 1935 খ্রিষ্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরু কি ছিল?

10) চিনের ( May Fourth) আন্দোলনের কারনগুলি আলোচনা করো।এই আন্দোলনের প্রভাব আলোচনা করো।

11) হো-চি-মিন এর নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

12) সুয়েজ সংকটের কারন ব্যাখ্যা করো। এই সংকটে ভারতের ভূমিকা কি ছিল?

13) ভারতছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো, এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো।

14) ঠান্ডালড়াই বলতে কি বোঝায়? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিকভিত্তি আলোচনা করো।

15) নাসের কেন সুয়েজখাল জাতীয়করণ করতে চেয়েছিল? সুয়েজখাল জাতীয়করণে পাশ্চাত্য শক্তির কি প্রতিক্রিয়া হয়েছিল?

16) কেন কিউবা ক্ষেপনাস্ত্র সংকটের সৃষ্টি হয়? কিভাবে এর অবসান হয়?

17) জোট নিরপেক্ষ নীতি কি? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো।

18) স্বাধীন ভারতের পঞ্চ বার্ষিকী পরিকল্পনা এবং এর মূল্যায়ন আলোচনা করো।

19) সার্ক কী? সার্কের লক্ষ্য উদ্দেশ্য কী? সার্কের সমস্যা গুলি সম্পর্কে আলোচনা করো।

20) জেনেভা চুক্তির শর্তাবলী আলোচনা করো। এই সম্মেলনের ব্যর্থতার কারন গুলি আলোচনা করো।
                   


Ad Code