বিজিটিএর তরফে সমাবেশ করার জন্য দুই দুই বার বিধাননগর পুলিশ কমিশনার এবং কোলকাতা পুলিশের কাছে আবেদন করা হয়েছে।কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সভার অনুমতি দিতে রাজি হয়নি না পুলিশ প্রশাসন।




তাই একপ্রকার বাধ্য হয়েই সমাবেশের অনুমতি আদায় করতে হাইকোর্টের দ্বারস্থ হতে হয় বিজিটিএ সংগঠনকে। 

সংগঠনের শীর্ষ নেতৃত্বের মতে,পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় তারা বিকাশ ভবনের সামনে টানা ধর্নার আবেদন জানিয়ে আদালতে পিটিশন দায়ের করেছিলেন।

আজ হাইকোর্টে সেই মামলা উঠলে মাননীয় বিচারপতি ১০ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিকাশ ভবনের সামনে টানা অবস্থান বিক্ষোভ সমাবেশের অনুমতি প্রদান করেন।

ফলে স্বাভাবিক ভাবেই, বিজিটিএ ঝড় নামতে চলেছে কলকাতার বুকে।

আরও পড়ুনঃ D.A. এর পর HRA হারাতে চলছেন শিক্ষকরা!