SER-23, বাঁকুড়া, ২১ফেব্রুয়ারী : বাংলা সংস্কৃতির কাছে আজ এক বিশেষ দিন । অর্থাৎ দেবাদিদেব শিব আরাধনার এক পূণ্য লগ্ন ।
শিবমহাপুরান অনুসারে , এই রাত্রিতেই ভগবান শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের তান্ডব নৃত্য করেছিলেন । পাশাপাশি এই সময়ই শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয় । যার গূঢ় অর্থ হল পরমপুরুষ অর্থাৎ শিব এবং পরমাপ্রকৃতি তথা পার্বতীর মিলন । এই শিবরাত্রিতেই ভগবান শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ করে মুক্তি দিয়েছিলেন ।
এই বিশ্বাস থেকেই বাংলা সংস্কৃতিতে যুগ যুগ ধরে চলে আসছে শিবরাত্রির ব্রতউপবাস ।
স্বভাবতই এদিন সকাল থেকেই বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে শহরতলির মন্দির গুলিতে চলছে পুজোপাঠ ও বিভিন্ন ধর্মানুষ্ঠান । বেলপতা, আকন্দ ফুলের মালা সহযোগে দুধ, ঘী, মধু এবং জল দিয়ে চলছে ভগবান শিবের প্রতীক লিঙ্গের অভিষেক ।
এদিন বাঁকুড়ার এক্তেশ্বর , পীড়রাবনী, গঙ্গাজলঘাঁটির ফুলজাম, কেশিয়াড়া , মেজিয়ার ভুলুই এর মতো শিব মন্দির গুলিতে শরনার্থীর ভীড় ছিল চোখে পড়ার মতো ।
Social Plugin