![]() |
প্রতীকী ছবি |
প্রকাশিত হল Hurun Global Rich List 2020 l সারা বিশ্বের 2816 জনের তালিকায় প্রথম দশে স্থান পেয়েছেন একজন ভারতীয় l
গত বছরের তুলনায় এ বছর 346 জন নুতন স্থান পেয়েছেন এই তালিকায় l যার মধ্যে 34 জন নুতন ভারতীয় l 138 জন ভারতীয় আছেন এই তালিকায় l $67 বিলিয়ন নিয়ে নবম স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ড্রাস্টির মুকেশ আম্বানি l
রাঙ্ক 1 : জেফ বেজোস (আমাজন )
রাঙ্ক 2: বার্মাড অরনাউলট (LVMH)
রাঙ্ক 3 : বিল গেটস (মাইক্রোসফট )
রাঙ্ক 4: ওয়ারেন বুফেট ( Berkshire hathaway)
রাঙ্ক 5: মার্ক জুকারবার্গ ( ফেইসবুক )
রাঙ্ক 6: আরমানসিও ওর্তেগা (ZARA )
রাঙ্ক 7: কার্লস স্লিম ও পরিবার ( আমেরিকান মাভি )
রাঙ্ক 8: সার্গেই ব্রেইন ( গুগল )
রাঙ্ক 9 : ল্যারি পেজ (গুগল )
রাঙ্ক 9: মুকেশ আম্বানি (রিলায়েন্স )
রাঙ্ক 9:স্টেভ বালমের (মাইক্রোসফট )
Social Plugin