অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোম টিম অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে দুর্দান্তভাবে অভিযান শুরু করল ভারত। দুর্দান্ত বোলিং করে টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন পুনম যাদব ও শিখা পান্ডে।
এদিন টসে জিতে ভারতকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। শুরুটা ভাল করলেও সেই লড়াই বেশিক্ষণ ধরে রাখতে পারেননি ভারতের দুই ওপেনার শাফালি বর্মা (২৯ বলে ২৯ রান) ও স্মৃতি মন্ধনা (১১ বলে ১০ রান)। তিন নম্বরে নেমে জেমিমা রডরিগেড ২৬ রান করেন। মাত্র দুই রান করে ফিরে যান ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর। এর পর দীপ্তি শর্মার ৪৬ বলে অপরাজিত ৪৯ রানেই সুবাদে ২০ ওভারে ভারত থামে ১৩২-৪-এ। অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট নেন জেস জোনাসেন।
১৩৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া। ওপেনার অ্যালিসা হিলির ৩৫ বলে ৫১ রান ও পাঁচ নম্বরে নেমে অ্যাশলে গার্ডনার এর ৩৪ রান ছাড়া আর কেউ বলার মতো রান পাননি ভারতীয় বোলারদের সামনে। ভারতের হয়ে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন পুনম যাদব। তিন উইকেট নেন শিখা পাণ্ড্যে।
Social Plugin