![]() |
Pic source: telegraph india |
বিশ্বভারতীর উপচার্য বিদ্যুত্ চক্রবর্তী ভাষা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে এসে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, অসুস্থ বিশ্বভারতীকে সুস্থ করার নির্দিষ্ট লক্ষ নিয়েই তিনি বিশ্বভারতীতে এসেছেন। বিশ্বভারতী অসুস্থ, কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে চলছে বিশ্বভারতী। এই মন্তব্যের জেরেই সৃষ্টি হয়েছে বিতর্ক।
এদিন তিনি সাংবাদিকদের কটাক্ষ করতেও ছাড়েননি। সাংবাদিকদের কটাক্ষ করে তিনি বলেন, বিশ্বভারতীর খবর না করলে পেট চলবে না। তিনি আরও বলেন, যতই বাধা বিঘ্ন আসুক নিজের দায়িত্ব পালন করে যাবেন। তিনি এসেছেন বিশ্বভারতীকে সুস্থ করে তুলতে।
তাঁর আরও মন্তব্য, দিল্লিতে যারা গান্ধী জয়ন্তীতে সাদা টুপি পরে ঢোকে তারা সবাই চোর। গান্ধিজী যেগুলো বারণ করেছিলেন সাদা টুপি পরা লোকগুলো সেটাই করে।
যদিও, উপচার্যের এহেন মন্তব্যে কোনও বিতর্ক দেখতে পারছেন না বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
Social Plugin