![]() |
Pic source: calcutta high court.gov.in |
কলকাতা হাইকোর্টে ড্রাইভারের পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে।
পদের নাম: ড্রাইভার
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি।
অন্যান্য আবশ্যিক যোগ্যতা: i) আধুনিকতম পেশাদার ভারত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে (পশ্চিমবঙ্গ)
(ii) বিভিন্ন বিভাগের গাড়ি / হালকা মোটর যুক্ত বিভিন্ন ধরনের গাড়ি চালনোর দক্ষতা।
iii) অটোমোবাইলের শব্দ (সাউন্ড) সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যিক
(ii) বিভিন্ন বিভাগের গাড়ি / হালকা মোটর যুক্ত বিভিন্ন ধরনের গাড়ি চালনোর দক্ষতা।
iii) অটোমোবাইলের শব্দ (সাউন্ড) সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যিক
আবেদনের শেষ তারিখ: ১৮/০৩/২০২০ (৪.৪৫ মিনিটের মধ্যে)
পে স্কেল: ৫,৪০০টাকা - ২৫,২০০টাকা - (এন্ট্রি পয়েন্ট নূন্যতম বেতন ৬,৫৬৫ টাকা-) সহ গ্রেড পে। ২,৬০০ টাকা- [পিবি -২]।
বয়সসীমা- ১৮ থেকে ৪০ বছর। (এসসি/এসটি- দের ক্ষেত্রে বয়সসীমায় ৫ বছর ছাড়)। সরকারি নিয়ম অনুসারে প্রাক্তন কর্মচারীদের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমায় ছাড় দেওয়া হবে।
আবেদন ফি: ৩০০টাকা (শুধুমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী এসসি ও এসটি প্রার্থীদের ফি ১০০টাকা)।
বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন-
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
Social Plugin