Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূল কংগ্রেসের জনসংযোগ কর্মসূচী গোসানিমারীতে




তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনসংযোগ যাত্রা কর্মসূচী হল গোসানিমারী ১নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফুলবাড়িতে। এদিনের এই কর্মসূচীতে গোসানিমারী এলাকার বিপুলসংখ‍্যক মানুষ হাজির ছিলেন।


গোসানিমারী তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দদের উপস্থিতি লক্ষ করা যায়। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস‍্য বিনোদ চন্দ্র রায়, পঞ্চায়েত সমিতির সদস‍্য মনিরুল হক ও যুবনেতা সোমনাথ চক্রবর্তী সহ আরো অনেকে।


২০২১ সালের বিধানসভাকে পাখির চোখ করে দেখতেই এদিনের এই জনসংযোগ কর্মসূচী হয়। এছাড়াও, গ্রামের এলাকার মানুষদের এনআরসি, এনপিআর ও সংশোধিত নাগরিকত্ব আইনের সম্পর্কে জানাতে এই কর্মসূচী। এইদিন ওই গ্রামে গিয়ে তিনি সাধারণ মানুষের সাথে কথা বলে তাঁদের অভাব অভিযোগের শোনেন।একই সাথে এই সময়কালে গ্রামীন উন্নয়নে রাজ্য সরকার যে বিশেষ ভাবে তৎপর সে ব্যাপারে মানুষকে ব্যাখ্যা দেন।


উল্লেখ‍্য, লোকসভা নির্বাচনে কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে ভরাডুবি হয় তৃণমূলের। বিজেপির কাছে পরাজিত হয়ে একেবারে কোনটাসা হয়ে গেছে তৃণমূল। সেই হারানো মাটি ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।


যুবনেতা সোমনাথ চক্রবর্তী বলেন, "২০২১ সালের বিধানসভা ভোটকে পাখির চোখে দেখা হচ্ছে। মানুষের মনে যে বিভ্রান্তি ছড়িয়েছে তা দূর করার প্রচেষ্ঠায় এই কর্মসূচী। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের মা-মাটি-মানুষের সরকার সবার পাশে আছে, পাশে ছিল ও পাশে থাকবে এই বার্তা সকলের নিকট পৌঁছে দিতে চাওয়াই আমাদের লক্ষ‍্য।"

Ad Code