Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিউ গিতালদহ স্টেশনের পাশে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত এক

নিউ গিতালদহ স্টেশনের পাশে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত এক





সূত্রের খবর আজ সকাল ১১ টা নাগাদ ১৬ বছরের মমিন হক এবং ১০ বছরের নাজির বাইকে করে যাওয়ার সময় ভাঙ্গা রাস্তায় মোড়  ঘোরার  সময় গুড়া পাথারের জন্য বাইক এর চাকা স্লিপ করে পরে যায়। 

দ্রুত উপস্থিত লোকজন উদ্ধারের চেষ্টা করে। ঘটনাস্থলেই প্রান হারায় মমিন।  

ঘটনাস্থলে উপস্থিত  শিক্ষক জাকির হোসেন  জানান, ফায়ার ব্রিগেডে ফোন  করা হলে তারা এম্বুলেন্সের নাম্বার দেয়। তাদের দেওয়া নাম্বারে ফোন করে কাউকেই ফোনে পাওয়া যায়নি। পরে একটি প্রাইভেট গাড়িতে করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।



Ad Code