Latest News

6/recent/ticker-posts

Ad Code

টুইটার, হোয়াটসঅ্যাপ ও টিকটকের বিরুদ্ধে মামলা করল হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ


নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধী কনটেন্ট পোস্ট করতে দেওয়ায় টুইটার, হোয়াটসঅ্যাপ ও টিকটকের বিরুদ্ধে মামলা করল হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ। 

টুইটার, হোয়াটসঅ্যাপ এবং টিকটকের বিরুদ্ধে একটি অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগে বলা হয়েছে যে তারা ব্যবহারকারীদের "দেশ ও ধর্ম" র বিরুদ্ধে লেখা মেসেজ এবং ভিডিয়ো আপলোড এবং পোস্ট করতে দিচ্ছে। 

নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধিতা করে যারা পোস্ট করছে, মূলত তাদের বিরুদ্ধেই অভিযোগ জানিয়ে পুলিশের কাছে চিঠি পাঠানো হয়েছে।

নোটা টিভি নামে একটি ইউটিউব চ্যানেলের কর্তা এই অভিযোগ করেছেন। তাঁর নাম সিলভারি শ্রীশাইলাম । তিনি নিজেকে সাংবাদিক বলে দাবি করেছেন। 

ভারতে হোয়াটসঅ্যাপের প্রধান অভিজিৎ বোস, টুইটার কমিউনিকেশনস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের এমডি মনীশ মহেশ্বর এবং টিকটক-র প্রধান নিখিল গান্ধির নামে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী প্রথমে তেলাঙ্গানা হাইকোর্টে আবেদন করেন, যাতে আদালত হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশকে নির্দেশ দেয় সোশাল মিডিয়া জায়ান্টদের বিরুদ্ধে অভিযোগ নিতে। আদালতের নির্দেশের পর হায়দরাবাদ সাইবার ক্রাইম থানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার কেভিএম প্রসাদ পিটিআইকে জানান যে মামলা দায়ের করা হয়েছে। 



Ad Code