Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহিলাদের জন্য বিশেষ মদের দোকান তৈরি করার উদ্যোগ নিলো সরকার


অনেক সময় দেখা যায় মহিলারা যারা মদ্যপান করেন তারা অনেকেই দোকানে গিয়ে মদ কিনতে অস্বস্তি বোধ করেন। যার ফলে মহিলা ক্রেতাদের হারাচ্ছে আবগারি দফতর। 

আর তাই মহিলাদের জন্য বিশেষ মদের দোকান তৈরি করার উদ্যোগ নিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ । মধ্যপ্রদেশ সরকারের সহায়তায় তৈরি হবে 'ওমেন ফ্রেন্ডলি' মদের দোকান । 

ভোপাল এবং ইন্দোরে দু' টি দোকান এবং জবলপুর ও গোয়ালিয়রে দুটি দোকান খোলা হবে। যেখানে শুধু মহিলারাই যেতে পারবেন। 

জানাগেছে "ওমেন ফ্রেন্ডলি" মদের দোকানগুলি মল বা বাজারের জায়গায় খোলা হবে। রাজ্য তৈরি মদের দোকানের প্রচারের জন্য সরকার ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র এবং জবলপুরেও অ্যালকোহল উৎসব আয়োজন করারও সিদ্ধান্ত নিয়েছে।  সরকারের লক্ষ্য এবছর আবগারি থেকে ২ হাজার কোটি টাকার অতিরিক্ত রাজস্ব আদায় করা। 

Ad Code