Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা থানার পক্ষ থেকে RUN FOR UNITY


NEWS FLASH: কোচবিহার জেলা পুলিশের উদ‍্যোগে ও দিনহাটা পুলিশের পরিচালনায় নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে একটি ম‍্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই ম‍্যারাথন দৌড় প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে "RUN FOR UNITY" ।

এদিন সকাল ৭টা নাগাদ এই দৌড় প্রতিযোগিতা আরম্ভ হয়।

প্রথমে পুরুষ ও পরে মহিলা এদিনের খেলায় অংশগ্রহন করে।

এদিন ফকিরতকেয়া থেকে দিনহাটা সংহতি ময়দান পর্যন্ত এই ম‍্যারাথন দৌড়ের ফিতা কেটে উদ্বোধন করেন দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস। এছাড়াও, উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম সহ আরো অনেকে।

শীতের সকালকে উপেক্ষা করে চারিদিক উৎসব উৎসব পরিবেশে মুখরিত হয়েছে। হাজির হয়েছে এলাকার জনসাধারন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code