Latest News

6/recent/ticker-posts

Ad Code

বর্বরোচিত আক্রমণ JNU এ, প্রতিবাদের ডাক সূর্যকান্ত মিশ্রের

pic: twitter skm


দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলা। মুখোশ পরে একটি দল ক্যাম্পাসে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে। অধ্যাপক ও পড়ুয়াদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের মাথা ফেটে গেছে। ছাত্র সংসদের অভিযোগ, এই হামলার পেছনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) সদস্যরা রয়েছেন।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,সন্ধে সাড়ে ৬টার দিকে দিকে ৫০ জনের মতো মুখোশ পরা 'গুন্ডা' ক্যাম্পাসে প্রবেশ করেছিল। অধ্যাপক অতুল সুদ সংবাদ মাধ্যমকে বলেছেন, "দলটি হস্টেলে প্রবেশ করে বড় বড় পাথর ছোড়ে, সম্পত্তি ভাঙচুর করে।" ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ বলেন, "মুখোশ পরা গুন্ডারা আমার উপর নির্মমভাবে হামলা চালিয়েছে। আমার রক্তপাত হয়েছে। আমাকে নির্মমভাবে মারধর করা হয়েছে।"


সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন-"JNU ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের মাথায় গভীর ক্ষত।পুলিশী সহায়তা নিয়ে মুখোশধারী সংঘ শাবকদের কাপুরুষোচিত আক্রমণ। পাশের ছবি তে সুচরিতা সেন,JNU র অধ্যাপিকা ছাড় পাননি এদের হাত থেকে। কাল/পরশুর মধ্যে, রাজ্য জুড়ে,সব অংশের মানুষকে নিয়ে, প্রয়োজনে ঝান্ডা ছেড়ে,ব্যাপকতম প্রতিবাদ হোক।" 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code