SER-10,ময়নাগুড়ি, ০৫ জানুয়ারি ২০২০: আজ রবিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুস্তিরহাটে প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং তার সাথে দুস্থদের জন্য কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয় প্রয়াসের পক্ষ থেকে। 

এ'দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া মহাশয়, সাপ্টিবাড়ী ২ নম্বর অঞ্চলের প্রধান সাহেবা নিলিমা অধিকারী মহাশয়া, বিশিষ্ট সমাজ সেবক দিপেন রায় মহাশয় এবং অন্যান্য সমাজ সেবকেরা।

প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি তমাল প্রধান জানান, আজকের এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয় পথ র‍্যালির মধ্য দিয়ে। আজকের এই পথ র‍্যালিতে অংশগ্রহণ করেছেন শতাধিক মানুষ । এবং আজকে প্রয়াসের পক্ষ থেকে দুস্থদের কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয় ও নার্সারি থেকে পঞ্চম শ্রেণির সমস্ত শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা করা হয় । অঙ্কন প্রতিযোগিতার পর অতিথিদের বরন করে নেওয়া হয়। এবং তারপর থাকছে বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে শুরু বিভিন্ন শিল্পীদের নিয়ে ভাওয়াইয়া গান ও নৃত্য নাট্য।