গত ৫ আগস্ট কাশ্মীরে ৩৭০ ধারা লোপের পর থেকেই নতুনভাবে সীমান্তের ওপারে সক্রিয় হয়ে উঠেছে পাক সেনা। জঙ্গিদের মদত দিয়ে অনুপ্রবেশের কৌশল ফেঁদে চলেছে। হামলা করে সেনা চৌকিকে ব্যস্ত রেখে ভিন্ন লঞ্চপ্যাড দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করানোই তাদের লক্ষ্য। বছর শেষও রক্ত ঝরেছে সীমান্তে।
গতকাল ফের অস্ত্রবিরতি লঙ্ঘন করল পাকিস্তান । শুক্রবার সকালে আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতীয় পোস্টে হামলা চালায় পাক রেঞ্জার্সরা। এই হামলায় দুই সেনা জওয়ানের মালবাহক হয়েছেন।
জানা গিয়েছে, বেলা ১১টা নাগাদ পুঞ্চের গুলপুর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে বিনা প্ররোচনায় মর্টার-হামলা করে পাকিস্তান সেনা। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এমনই জানানো হয়েছে।
হামলার সময় সীমান্তের কাছে ভারতীয় সেনার প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম সরানো হচ্ছিল। তখনই আচমকাই মর্টার হামলা চালায় পাকিস্তানি সেনা। এই অতর্কিত আক্রমণে দুই ভারতীয় সেনা জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন তিন জন। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলেও শহিদ জওয়ানদের দেহ উদ্ধা করা সম্ভব হয়নি।
#UPDATE Jammu and Kashmir: Two Army porters dead and two more injured in mortar shelling by Pakistan along Line of Control (LoC) in Gulpur sector of Poonch district. https://t.co/BUptTy9REJ— ANI (@ANI) January 10, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊